এসএমএসে স্মার্টফোন, স্মার্ট ওয়াচের প্রি-বুকিং করছে হুয়াওয়ে

৫ জুলাই, ২০২০ ১৯:৫৬  
অনলাইন ব্রিফিংয়ে ৪৮ মেগা ক্যামেরার নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। একইসঙ্গে স্মার্টডিভাইস দুটি কিস্তিতে আগাম বায়না দিতে শুরু করেছে এসএমএস প্রি-বুকিং সুবিধা। রোববার (০৫ জুলাই)  অনলাইন ব্রিফিংয়ে ডিভাইস দুটির মিডিয়া লঞ্চ করেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর ঝেং বেনইয়াং এবং স্মার্ট টেকনোলোজিস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম। সংবাদ সম্মেলেনে হুয়াওয়ে বাংলাদেশের সেলস ডিরেক্টর সালাউদ্দিন সানজি হুয়ায়ের ব্যবসায়িক প্রতিবেদন উপস্থাপন করেন। কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) জ্যেষ্ঠ জনসংযোগ ব্যবস্থাপক সুমন সাহার উপস্থাপনায় এসময় সেভেন আই এবং জিটি-২ই এর নানা ফিচারের ওপর আলোকপাত করেন  হুয়াওয়ের ট্রেনিং ম্যানেজার রথিন্দ্রনাথ সাহা। অনুষ্ঠানে জানানো হয়,  নোভা সেভেন আই প্রি-বুকিং চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। নোভা সেভেন আই প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে হুয়াওয়ের ব্যান্ড ২। এছাড়া ফ্রি অপারেটর ডেটা বান্ডেল অফারসহ পাওয়া যাবে ইএমআই সুবিধা। ফোনটি প্রি-বুক করতে গ্রাহককে মেসেজ অপশনে গিয়ে এইচডব্লিউই লিখে স্পেস দিয়ে আরটি কোড লিখতে হবে এরপর স্পেস দিয়ে পিআরই লিখে স্পেস দিয়ে কালারের নাম লিখতে হবে। তারপর এসএমএসটি পাঠাতে হবে ১৬৩২২ নম্বরে।